Sajal Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে, কারা মামলা করেছে?' বললেন সজল ঘোষ

ABP Ananda Live: '৭ তারিখ ইন্ডোর স্টেডিয়ামে কী কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? বলেছিলেন প্ল্যান A,B,C,D সব রেডি আছে। নতুন SSC পরীক্ষাতেও একই দুর্নীতি হবে। এই ২৬ হাজারের কারও যদি চাকরি না হয় তা হলে অন্যায়। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আগে, না পরে পরীক্ষায় বসবেন। যাঁরা যোগ্য, তাঁদের একজনও যেন স্কুলের বাইরে না থাকে। আরা যাঁরা অযোগ্য, তাঁরা একজনও যাতে স্কুলের ভিতরে না থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে, কারা মামলা করেছে? SSC-র নতুন পরীক্ষাতেও একই দুর্নীতি হবে। এই ২৬ হাজারের কারও যদি চাকরি না হয় তা হলে অন্যায়। বিধায়ক পাড়ায় পাড়ায় চাকরি ফেরি করেছে'। বললেন বিজেপি নেতা সজল ঘোষ।

 

"প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি--চাকরি গিলে খায়, সরকারকেই নিতে হবে যোগ্যদের দায়।" বক্তা — চিন্ময় মণ্ডল, সমীর চক্রবর্তী, সজল ঘোষ, জহর সরকার, ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ফিরদৌস শামিম

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola