Jukti Takko:'সরকারের বোঝা উচিত,বেকারত্বের যন্ত্রণা সবথেকে বড়',বললেন চাকরিহারা শিক্ষক  চিন্ময় মণ্ডল

ABP Ananda Live: 'সরকারের বোঝা উচিত, বেকারত্বের যন্ত্রণা সবথেকে বড়। আমাদেরকেই  অন্ধকারের মধ্যে ছেলে দেওয়া হল। একজনও যোগ্য বঞ্চিত হলে তার দায় কে নেবে? এক দফতর থেকে আরেক দফতরে ঘুরেছি। এখন শুনতে হচ্ছে প্যানেলের মেয়াদ শেষ। আজকে বলা হচ্ছে কোর্টের রায় মেনে সব হবে। সরকার কমিশন দুর্নীতির দায় এড়াতে পারে না। কিছু নেতা-মন্ত্রীর জন্য আমরা রাস্তায়। এভাবে একটা সিস্টেমকে ধসিয়ে দেওয়া যায় না। শিক্ষা ব্যবস্থা পিছলে পড়ে গেছে, হাত ধরে তোলা দরকার। আগে কেন কোর্টের রায় মানা হয়নি? চাকরিতে পুনর্বহাল করতেই হবে। কীভাবে করবেন আমরা জানি না'। বললেন চাকরিহারা শিক্ষক  চিন্ময় মণ্ডল।

 

"প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি--চাকরি গিলে খায়, সরকারকেই নিতে হবে যোগ্যদের দায়।" বক্তা — চিন্ময় মণ্ডল, সমীর চক্রবর্তী, সজল ঘোষ, জহর সরকার, ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ফিরদৌস শামিম

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola