Jukti Takko: এই লড়াই বুঝিয়ে দেয় মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু পরাজিত করা যায় না: মোনালিসা মাইতি
ABP Ananda LIVE: 'এই মৃত্যু প্রমাণ করে আমাদের শাসনতন্ত্র নিরপেক্ষ নয়। শাসনতন্ত্র ধর্ষককে আড়াল করে, মালা পড়ায়। একটা মেধা রাষ্ট্রকে প্রশ্ন করেছে কী হচ্ছে, কেন মেনে নেব? আমরা শিখিয়েছি শারদাঁড়া সোজা করে প্রশ্ন কর, নির্যাতিতা সেটাই করেছে। এই লড়াই বুঝিয়ে দেয় মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু পরাজিত করা যায় না। এই মৃত্যু প্রমাণ করে আমাদের শাসনতন্ত্র নিরপেক্ষ নয়।ভোট দিয়েছি বলে কি অন্যায়ের প্রতিবাদ করব না?'বললেন মোনালিসা মাইতি।
আরও খবর..
রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব! সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের। রোগী মৃত্যু ঘিরে তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল কলেজে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিজনদের। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।
যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার সাসপেন্ড। সাসপেন্ড রাজন্যার স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। প্রান্তিকের পরিচালনায় আর জি কর-কাণ্ডের পটভূমিতে 'আগমনী' নামে শর্ট ফিল্ম। প্রান্তিকের পরিচালনায় 'আগমনী' শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।