Jukti Takko:বৈচিত্রের মধ্যে ঐক্য যারা নষ্ট করতে চায় তারা বেকারত্ব দূর করতে পেরেছে ?প্রশ্ন তিলোত্তমার
ABP Ananda LIVE: '৭৫ বছর আগের প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট পুরো আলাদা, ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক অনেক পুরোনো এবং সেটা শোষণের । দেশের সব দলই রাজনীতির সঙ্গে দলকে ব্য়বহার করেছে । দেশে খুব কম নেতাই ভাবতে শিখিয়েছেন 'আগে তুমি ভারতীয়' । বৈচিত্রের মধ্যে ঐক্য যারা নষ্ট করতে চায় তারা বেকারত্ব দূর করতে পেরেছে ? কেন্দ্র এবং রাজ্য দুটি ক্ষেত্রেই দ্বিচারিতার সরকার । দেশ বিজ্ঞানের পথে এগোচ্ছে নাকি পিছোচ্ছে ? ধর্ম কেন্দ্রিক রাজনীতি ঘৃণা ছড়াতে শিখেছে', যুক্তি তক্কো অনুষ্ঠানে মন্তব্য তিলোত্তমা মজুমদারের
ছাব্বিশের ভোটের আগে বিজেপির নজরে হিন্দু ভোটব্যাঙ্ক
ছাব্বিশের ভোটের আগে বিজেপির নজরে হিন্দু ভোটব্যাঙ্ক। 'হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে, তা চিন্তার। এখন এটাই বড় প্রশ্ন পশ্চিমবাংলা ভারতবর্ষে থাকবে না, বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। মানুষের স্বার্থরক্ষার জন্য আমরা স্বয়ংসেবকরা আছি, মনে হয় সেটাই যথেষ্ট। ছাব্বিশের নির্বাচনের আগে সেটাই প্রমাণিত হবে', হাওড়া সদরের বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে হুঙ্কার গৌরাঙ্গ ভট্টাচার্যর।