Kasba Incident: 'মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আমাকে', কী বললেন ব্যবসায়ী জুলকারলাইন ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ  । জুলকারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বিস্ফোরক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । ২ হাজার বর্গফুটের যে জমির কথা বলা হচ্ছে, সেটা সরকারি জমি' । 'ওই জমি জুলকারের নয়' । 'গত ১৫ বছর ধরে ওখানে সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে' । 'তার দায়ভার আমি নেব না' । 'তবে গত আড়াই বছরে বেআইনি ভাবে জলাশয় ভরাট করতে দিইনি' ।  'হায়দরকে গুলশন কলোনি দেখভালের দায়িত্ব দিয়েছি' । 'জুলকারদের ষড়যন্ত্রের বিরোধিতা করার জন্যই ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে' । 'তবে হায়দর ব্যক্তিগত ভাবে কোনও অন্যায় করলে, তার দায় হায়দরকে নিতে হবে' । মন্তব্য ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

আরও খবর...

আর জি করকাণ্ডের আবহেই এবার দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গেলে বচসা, নার্সকে হেনস্থার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকর্মীকেও মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'তোমাদের মতো মেয়েদের জন্য আর জি কর মেডিক্যালের মতো ঘটনা ঘটেছে', হুমকি দেন কাউন্সিলর, দাবি অভিযোগকারিণীর। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগকারিণীর। অভিযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে, জানালেন দুবরাজপুর ব্লকের বিএমওএইচ। এই ঘটনা ঘটলে দুর্ভাগ্যজনক, বরদাস্ত করবে না দল, প্রতিক্রিয়া বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতির। তৃণমূল কংগ্রেস নেতাদের এটাই কাজ, এটাই সংস্কৃতি, আক্রমণ বিজেপির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram