Abhijit Ganguly: পর্ষদের পেশ করা নথি ফেরত পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Bangla News
পর্ষদের পেশ করা নথি ফেরত পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়ার মেধাতালিকা সংক্রান্ত নথি। ২০১৬, ২০২০ সালের প্রাথমিকের মেধাতালিকা সংক্রান্ত নথি ফেরাল হাইকোর্ট। ‘নম্বর বিভাজন-সহ তালিকা পেশ করা হয়নি’। ‘এই মুহূর্তে এই তালিকার কোনও গ্রহণযোগ্যতা নেই’
পর্ষদের পেশ করা নথি ফেরত পাঠিয়ে জানিয়ে দিল হাইকোর্ট। ‘আদালতের নির্দেশ ছাড়া পেশ করা নথি নষ্ট করা যাবে না’। ‘এই মামলার সঙ্গে যুক্ত কোনও নথিই নষ্ট করা যাবে না’। পর্ষদের পেশ করা নথি ফেরত পাঠিয়ে জানিয়ে দিল হাইকোর্ট । ১৭ অগাস্ট পর্ষদকে মেধাতালিকা পেশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পার্থর। দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ঘনিষ্ঠদের চাকরি সংক্রান্ত নথি যাচাইয়ের নির্দেশ। পার্থর দেহরক্ষী-ঘনিষ্ঠ ১০জনের চাকরি সংক্রান্ত নথি যাচাই করার নির্দেশ। ‘পর্ষদের। অফিসে বসেই নথি যাচাই করবেন মামলাকারী, পর্ষদের আইনজীবীরা’ । ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বম্ভর-ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করার নির্দেশ। ২০ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ হাইকোর্টের। জিজ্ঞাসাবাদ শেষ হয়নি, ওই দিন যেন শুনতে না হয়, সিবিআইয়ের উদ্দেশে বললেন বিচারপতি