Abhijit Gangopadhyay:‘কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন’,বিচারপতি গঙ্গোপাধ্যায়
এসএসসিতে আরও বেআইনি চাকরির সুপারিশ!
নবম-দশমে আরও ৪০ জনের বেআইনি চাকরির সুপারিশ!
আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ
কমিশনের ওয়েবসাইটে ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
এর আগে ১৮৩ জনের বেআইনি চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন
‘এটা কোনও ভূতের কাজ নয়’
‘কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন’
বেআইনি চাকরির সুপারিশের প্রমাণ দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
‘আসল ওএমআর শিট নষ্ট হয়ে গেছে’, আদালতে দাবি কমিশনের আইনজীবীর
‘ওএমআর শিট নিয়ে এত প্রশ্নের পর কীভাবে নষ্ট করা হল?’, প্রশ্ন বিচারপতির
‘২০১৮-১৯-এর মধ্যে নষ্ট হয়েছে’
‘ফলে নম্বর-দুর্নীতি জানতে গাজিয়াবাদের হার্ডডিস্ক ও সল্টলেকের হার্ডডিস্ক মিলিয়ে দেখতে হবে’
আদালতে জানালেন কমিশনের আইনজীবী
গাজিয়াবাদের হার্ডডিস্কে দেখা যায় ১০ জন শূন্য পেয়েছেন
তাঁদের কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫৩
যাঁরা ১ বা ২ পেয়েছেন, কমিশনের সার্ভারে তাঁদের নম্বর ৫১-৫২
২০ জন অপেক্ষমান প্রার্থীর নম্বর একইভাবে বেড়ে ৯ থেকে ৪৯ হয়েছে