TET Scam: '২০১৭-র টেটের ওএমআর শিট নষ্ট করা হয়েছিল, জানেন?', পর্ষদের তৎকালীন সচিবকে জিজ্ঞাসাবাদ বিচারপতির

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের তৎকালীন সচিবের সাক্ষ্য নিলেন বিচারপতি। '২০১৭-র টেটের ওএমআর শিট নষ্ট করা হয়েছিল, জানেন?'। চিঠি লেখার নির্দেশ দেওয়া হয়েছিল, জবাবে বললেন রত্না চক্রবর্তী বাগচি।
ওএমআর শিট নষ্ট করা হয়েছে জানেন? পর্ষদের তৎকালীন সচিবকে প্রশ্ন বিচারপতির। 'জানা নেই, তবে বরাতপ্রাপ্ত সংস্থার একজন আধিকারিক আদালতে বলেছেন, হয়েছে'।ওএমআর শিটের আর কোনও কপি আছে? পর্ষদের তৎকালীন সচিবকে প্রশ্ন বিচারপতির। 'যদি আদালত পর্ষদের কাছে ওএমআর শিট দেখতে চায়, তাহলে কীভাবে আসবে?'। আমার জানা নেই, বিচারপতির প্রশ্নের মুখে জানালেন পর্ষদের তৎকালীন সচিব। আপনাকে অনেক কিছু বলতে হবে, রত্না চক্রবর্তী বাগচিকে প্রশ্ন বিচারপতির । আমি যা জানি, তা বলতে কোনও অসুবিধে নেই, প্রশ্নের উত্তরে বললেন রত্না

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram