Ekhon Kolkata Seg 2: টেট মামলায় অতিরিক্ত হলফনামা গ্রহণ করলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Bangla News
কলকাতা হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডলের কন্যার।টেট মামলায় অতিরিক্ত হলফনামা গ্রহণ করলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।অনুব্রত মণ্ডলের কন্যা-সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার। টেট সার্টিফিকেট ও প্রাথমিকের নিয়োগপত্র পেশের নির্দেশও প্রত্যাহার।প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আজ এজলাসে তিল ধারণের জায়গা ছিল না।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টরুমে আসতেই গান গেয়ে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।‘তুমি আসবে বলেই এজলাসে এত ভিড়’। গান গেয়ে ওঠেন আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে হাজির হওয়ার কথা ছিল ৬ জনের। তাঁর মধ্যে ৩ জনের আইনজীবী ছিলেন আইনজীবী অরুণাভ ঘোষ। ‘কোর্টকে বাজারে পরিণত করবেন না’, বিচারপতির উদ্দেশে বলেন অরুণাভ ঘোষ। ‘আপনি আইন জানেন না, আপনাকে কি করে সামলাতে হয় আমি জানি’। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে বলেন আইনজীবী অরুণাভ ঘোষ‘আপনার বিরুদ্ধে রুল ইস্যু করে জেলে পাঠাব’, অরুণাভ ঘোষের উদ্দেশে মন্তব্য বিচারপতির। ‘আপনার মতো গুন্ডাকে কীভাবে সামলাতে হয় আমি জানি’, আইনজীবী অরুণাভ ঘোষের উদ্দেশে বললেন বিচারপতি।