Abhijit Ganguly: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আংশিক খারিজ। ABP Ananda Live

Continues below advertisement

Yogeshchandra Chowdhury Law College: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশ আংশিক খারিজ। অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অপসারণের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ (Division Bench)। অধ্যক্ষার অফিস তালাবন্ধ করার নির্দেশও খারিজ। 'অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর অফিসে বাধাহীন ভাবে ঢুকতে দিতে হবে'। 'কাল সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অধ্যক্ষর অফিসের তালা খুলবেন'। 'বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বায়িত্ব হস্তান্তর করবেন'। 'অধ্যক্ষকে অক্টোবর মাসের বেতন দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করবে গভর্নিং বডি'। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 'ন্যায়বিচারের স্বার্থে সকলের বক্তব্য শোনা দরকার'। 'শুধুমাত্র টেলিফোনিক বাক্যালাপের মাধ্যমে অধ্যক্ষকে অপসারণের নির্দেশ জারি না করলেই পারত সিঙ্গেল বেঞ্চ',মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। মূল মামলা ফেরত গেল সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চেই সেখানেই অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে হলফনামা জমার নির্দেশ ডিভিশন বেঞ্চের শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram