SSC: কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ, ৭৫০ শূন্যপদে নিয়োগে ‘না’ বিচারপতির

Continues below advertisement

কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ৭৫০ শূন্যপদে নিয়োগে ‘না’ বিচারপতির। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির।। আজ অফিস বন্ধ, ফলে নিয়োগপত্র দেওয়ার প্রশ্ন নেই, জানাল এসএসসি। কীভাবে তৈরি হয়েছে ওয়েটিং লিস্ট? জানতে চাইল আদালত। ‘কমিশন জানে তারা স্বচ্ছ নয়’, মন্তব্য বিচারপতির। ২০১৬-য় নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ২০১৭-য় পরীক্ষা। ২০১৮ সালে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। ১৪ অক্টোবর অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি। ৩ নভেম্বর কাউন্সেলিংয়ের তারিখ জানায় এসএসসি। ১০ ও ১১ নভেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা। তালিকায় নাম না থাকায় মামলা এক চাকরিপ্রার্থীর । ৭২ পেয়ে চাকরি না পেলেও ৫৬ পেয়ে অন্য একজনের চাকরি পাওয়ার অভিযোগ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram