High Court: সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় রাজ্যের প্রশংসা করেও ধর্নায় অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। ABP Ananda Live
West Bengal News: রাজ্যের প্রশংসা করেও ধর্নায় অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার (Rajsekhar Mantha)। 'এসএসসি (SSC) অবস্থানকারীদের কাছে গিয়েছেন সরকারি প্রতিনিধি'। 'অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা'।'সরকারের এই ভূমিকা তারিফ যোগ্য'। সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের। ৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। 'জাতীয় সড়কের ওপর যাতে কোন প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে'। 'দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন'। 'আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ''আন্দোলন করতে আর কোনও জায়গা বাকি নেই'। '১৪৪ ধারার মধ্যে অবস্থানের অনুমতি দিলে নবান্ন বাসস্ট্যান্ডে কেন নয়?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। এভাবে ধর্না দিয়ে কিছু হয় না, সওয়াল রাজ্যের। 'কে বলেছে হয় না? চাকরিপ্রার্থীরা ধর্নায় বসে আছেন বলেই তো সরকার গিয়ে কথা বলেছে'। পাল্টা মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না করতে চেয়ে হাইকোর্টে আবেদন। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন। ABP Ananda Live