Jyotipriya Mallick: 'লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়'! বিস্ফোরক দাবি পরিচারকের
লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়! 'রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই করেছিলাম'। বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা। 'মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে লোন নিয়ে কেষ্টপুরে ফ্ল্যাট'। লোনের ৫ লক্ষ টাকা শোধ করেছেন বলে দাবি রামস্বরূপের। জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন রামস্বরূপকে, দাবি ইডির। 'জ্যোতিপ্রিয়র নিয়ন্ত্রণে থাকা ভুয়ো কোম্পানির ডিরেক্টর রামস্বরূপ'। রামস্বরূপের অ্যাকাউন্ট থেকে ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, দাবি ইডির।