Kali Puja 2021: 'বারাসাত পিডি দীপাবলি উৎসব ২০২১' অ্যাপ চালু করল বারাসাত জেলা পুলিশ, প্রকাশ পুজোর গাইডম্যাপও | Bangla News

Continues below advertisement

হুগলির চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তেমনই উত্তর ২৪ পরগনার বারাসাতের (Barasat) নামধাম কালীপুজোর জন্য। জেলা পুলিশের দাবি, এবছর বারাসাতে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৬৩৬টি কালীপুজো হচ্ছে। কালীপুজো উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। কিন্তু করোনাকালে গতবছর তাতে ছেদ পড়েছিল। সোমবার কালীপুজোর গাইডম্যাপ প্রকাশ করে বারাসাত জেলা পুলিশ। পাশাপাশি বারাসাত পিডি দীপাবলি উৎসব ২০২১ নামে একটি অ্যাপও চালু করা হয়েছে। প্রকাশ করা হয়েছে বিশেষ গাইডলাইনও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram