Kali Puja 2023 : কুণাল ঘোষের পাড়ার পুজো কোনটি ? সেখানে এবার কেমন তোড়জোড়?
কুণাল ঘোষের ( Kunal Ghosh ) পাড়া সুকিয়া স্ট্রিটের উদ্যোগী সঙ্ঘের কালী পুজো ( Kali Puja 2023 ) । এবছর এই পুজো ৩৪ বছরে পা দিল। গতকাল পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।