Kali Puja: ৪০০ বছরের পুরনো, বাঁকুড়ার সোনামুখীর হটনগর কালীপুজো, কী কাহিনী লুকিয়ে রয়েছে পুজোয়?

Continues below advertisement

ABP Ananda Live: শিশুর বেশে নাকি এক বৃদ্ধার ঝুড়িতে চেপে মা এসেছিলেন গ্রামে। গ্রামে এসে বৃদ্ধা দেখেছিলেন, শিশু নেই, ঝুড়িতে আছে ২টি পাথরের খণ্ড। যে গাছের নীচে পাথরগুলি রাখা হয়েছিল সেই গাছটি আজও বেঁচে আছে। ঋতুভেদে রঙ বদলায় পাথর। ৪০০ বছরের পুরনো, বাঁকুড়ার সোনামুখীর হটনগর কালীকে ঘিরে জড়িয়ে আছে এরকম নানা জনশ্রুতি। 'কালী-কার্তিকের ভূমি' হিসেবে পরিচিত বাঁকুড়ার অন্যতম প্রাচীণ শহর সোনামুখী। ছোটবড় মিলিয়ে এখানে অসংখ্য কালী পুজো হয়। তার মধ্যে অন্যতম 'হটনগর' কালী পুজো। অন্যান্য প্রাচীন পুজোর মতো, এই কালীপুজোতেও জড়িয়ে রয়েছে ইতিহাস আর জনশ্রুতি। শোনা যায়, তারিণী সূত্রধর নামে সোনামুখীর এক বৃদ্ধা সংসার চালাতে চিড়ে ফেরি করতেন। বড়জোড়ায় চিড়ে ফেরি করতে গিয়ে বৃদ্ধা দেখতেন, পথের ধারে খেলা করছে এক শিশুকন্যা। রোজ সে বায়না ধরত, বৃদ্ধার সঙ্গে গ্রামে আসবে। কিন্তু চিড়ের ঝুড়ি মাথায় নিলে শিশুকেন্যাকে কীভাবে নেবেন বৃদ্ধা? তাই একদিন তাকে বসিয়ে নেন চিড়ের ঝুড়িতে। কিন্তু সোনামুখী পৌঁছে ঝুড়ি নামিয়ে বৃদ্ধা দেখেন শিশুকন্যা নেই, আছে ২টি পাথরের খণ্ড! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram