Kali Puja: আলোর উৎসবে প্রাণঘাতী বাজি! আনন্দ করার সময় ২ শিশু-সহ ৩ জনের মর্মান্তিক পরিণতি

ABP Ananda Live: আলোর উৎসবে প্রাণঘাতী বাজি। আনন্দের প্রহরে নেমে এল বিষাদের কালো ছায়া। উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু। বাজি ফাটাতে গিয়ে আগুন, তা থেকে ঝলসে ২ নাবালক-নাবালিকা ও এক মহিলার মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে বাজি ফাটাতে গিয়ে এই পরিণতি ঘটে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধে ৭টা নাগাদ উলুবেড়িয়া বাজারপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সন্ধে ৭টা নাগাদ ওই বাড়ির বাচ্চারা ফুলঝুরি জ্বালিয়ে আনন্দ করছিল। সেই সময় হঠাৎ ঘরের মধ্যে আগুন লেগে যায়। গোটা ঘরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত ছিল। এই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এক নাবালক, এক নাবালিকা ও এক মহিলা নিয়ে মোট তিনজন অগ্নিদগ্ধ হয়। সেখান থেকে তাদের উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। খবর পেয়ে আসে দমকলের ২টি ইঞ্জিনও। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাজি থেকেই এই আগুন লাগে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola