Kaliganj News: 'ভোটে ভয় দেখাতে বোমা...সব TMC দলের', মন্তব্য বিস্ফোরণে নিহত বালিকার বাবার

ABP Ananda LIVE : সিপিএম করে, তাই টার্গেট করে হামলা। প্রথম থেকেই এই অভিযোগ করছে সন্তানহারা পরিবার। এই প্রেক্ষিতে এবার সামনে এল আরও মারাত্মক অভিযোগ! পঞ্চায়েত হোক বা বিধানসভা... যে কোনও ভোটেই এই অভিযুক্তরা কালীগঞ্জে বোমা সন্ত্রাস চালাত। বোমাবাজি করে ভোটারদের ভয় দেখানো... কিম্বা বুথ দখল.. ছাপ্পা.. এরাই থাকত পুরোভাগে। এমনকী পঞ্চায়েত ভোটের সময় বোমাবাজি করতে গিয়ে এদের মধ্য়েই একজন গুরুতর আহত হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি। তামান্নার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে বোমা মারা হয়েছে। অথচ একটা বোমাও উদ্ধার হয়নি এখনও। সন্তানহারা মা বলছেন, 'বারবার আমি বলেছি বোমা উদ্ধার করো। মোলান্ডি সাফ করো। পুলিশের হাতে-পায়ে ধরে বলেছি। একটাও বোমা উদ্ধার হয়নি। এফআইআর- এ ২৪ জনের নাম, পুলিশ কী করেছে ৫ জনকে গ্রেফতার করেছে। আমার তামান্না চলে গেছে। আমার মেয়ে চলে গেছে। আমার শিশু শহিদ হয়েছে। বোমা মারা হয়েছে। আমি মেনে নিতে পারছি না। আর কোনও তামান্নাকে যেন না যেতে হয়। আর কোনও মায়ের বুক যেন খালি না হয়।' পুলিশের তদন্ত প্রসঙ্গে তামান্নার মা বলেছেন, 'ওরা মোলান্ডি সাফ করবে না। এখনও পর্যন্ত একটা বোমা তোলেনি। পুলিশ পারে না এমন কাজ আছে। আমরা সবাই জানি কেউ যা পারে না, পুলিশ পারে। ওদের ক্ষমতা আছে। যেখানেই থাকুক খুঁজে বের করার ক্ষমতা ওদের আছে। কিন্তু এখনও পর্যন্ত ওদের কিছু হয়নি।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola