Kalipuja News: কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিট কালীপুজোয় শোভন-বৈশাখী। ABP Ananda Live
Kunal Ghosh: কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিট কালীপুজোয় শোভন-বৈশাখী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কালীপুজোয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়। উৎসবের আনন্দে মাতলেন দুজনেই।
আরও খবর, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বরানগরে সায়ন্তিকার নেতৃত্বে মিছিল তৃণমূলের। এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচাযর্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে (Tanmay Bhattacharya) জিজ্ঞাসাবাদ করল পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। পরিকল্পিত কুৎসা, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। চিকিৎসক সংগঠনের ভোটে আর নেই বলেও ফের প্রার্থী হওয়ার পথে শান্তনু সেন (Shantanu Sen)। IMA-র রাজ্য শাখার সম্পাদক পদে তৃণমূল নেতা-চিকিৎসক মনোনয়ন পেশ করলেন। যদিও এর আগে ২২ সেপ্টেম্বর IMA-র রাজ্য শাখার বৈঠকে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। IMA রাজ্য নেতৃত্ব গণতন্ত্রের A,B,C,D ভুলে গেছে', বললেন কাজলকৃষ্ণ বণিক। আরও খবর, গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল।