Kalna News: নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়ে গালিগালাজ, তৃণমূলের পুর চেয়ারম্যানের দাদাগিরির ছবি ভাইরাল

Continues below advertisement

কালনায় তৃণমূলের পুর চেয়ারম্যানের দাদাগিরির ছবি ভাইরাল হল। পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়ে, গালিগালাজ করে জোর করে টোটো নিয়ে ঐতিহ্যবাহী রাজবাড়ি চত্বরে ঢুকে পড়েন তৃণমূল নেতা। দল এই আচরণ সমর্থন করে না, বলল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

 

কালনা পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। রাজবাড়ি চত্বরে পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ উঠল পুরপ্রধান আনন্দ দত্তর বিরুদ্ধে। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল রাজবাড়ি চত্বরে উল্টোরথ উপলক্ষ্যে ভোগ বিতরণের আয়োজন করা হয়। অভিযোগ, জলের জার নিয়ে রাজবাড়ি চত্বরে এক টোটোচালক ঢুকে পড়েন। ভাইরাল ভিডিও-য় দেখা যায়, টোটো আটকানোয় তৃণমূল চেয়ারম্যান আনন্দ দত্ত পুরাতত্ত্ব বিভাগের এক নিরপত্তা রক্ষীর জামার কলার ধরে তাঁকে ধাক্কা দিচ্ছেন। এরপর জোর করে রাজবাড়ি চত্বরে ঢুকে যায় টোটো। তৃণমূল পুরপ্রধানকে নিরাপত্তা রক্ষীদের হুমকি দিতেও শোনা যায়। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে পুর চেয়ারম্যানের সাড়া মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বেরও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram