Kalyan Banerjee: ‘মুখ দেখাতে না পারার জন্য অপপ্রচার করছে’ কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর।Bangla News
Continues below advertisement
তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপির হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতীয় জনতা পার্টি যেভাবে লজ্জা জনক হার হেরেছে তাতে তো আর মুখ দেখানোর জায়গা নেই। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সবাই এসেছিলেন, বলেছিলেন এবার ২০০ পার পেয়েছে তো ওই ৭০ টা মতো। মুখ দেখাতে পারছে না, মুখ দেখাতে না পারার জন্য যত রকমের মিথ্যা অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে। ওদের এখন মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিজেপি নিজেদের মধ্যে সব থেকে বেশি হিংসা, মারপিট করছে। আগে নিজেদের ঘর গোছাক”।
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kalyan Banerjee BJP Hoarding এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল বিজেপি কলকাতায় বিজেপির হোর্ডিং TMC’s Eleventh Anniversary Kolkata BJP Hoarding তৃণমূলের একাদশতম বর্ষপূর্তি