Kalyan Banerjee: 'সত্যি বিয়ে করছে! আমি খুব খুশি', অভিনন্দন জানিয়েও দিলীপকে কটাক্ষ কল্যাণের

ABP Ananda Live: অভিনন্দন জানিয়েও দিলীপকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দে তিনি বলেন, "সত্যি বিয়ে করছে! আমি খুব খুশি। মানুষটা ভাল, খারাপ না। একটু খাওয়াদাওয়ার অসুবিধা হচ্ছিল, এখন ঠিক হয়ে যাবে।"

 

দিলীপের বিয়ের কথা চাউর হতেই সবার আগে কার্যত সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, 'সূত্রের খবর: আগামী কাল কি রাজ্যের কোনও অবিবাহিত বিজেপি নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপি-রই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা'। সেই সঙ্গে কুণাল আরও লেখেন, 'দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না'।

বঙ্গ রাজনীতিতে তোলপাড়, বিয়ে করছেন দিলীপ ঘোষ! ছাদনাতলায় দিলীপ ঘোষ, পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী। দঃ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। নিউটাউনের বাসিন্দা রিঙ্কু, কালই ছাদনাতলায় দিলীপ ঘোষ। সম্ভবত কালই নিউটাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে । ২০২১ সালে পরিচয়, ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের । ৬১ বছরের দিলীপের সঙ্গে চার হাত এক ৫১ বছরের রিঙ্কুর । সঙ্ঘের প্রচারক থেকে ২০১৫-তে বঙ্গ বিজেপিতে দিলীপ.। ১৫ ডিসেম্বর, ২০১৫: বিজেপির রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। ২০১৬: খড়গপুুর থেকে বিজেপি বিধায়ক হন দিলীপ ঘোষ । ২০১৯: মেদিনীপুর থেকে সাংসদ, ২০২৪-এ দুর্গাপুর-আসানসোলে হার। ২০২১: দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola