Kalyan Banerjee: 'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়', ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে কী মন্তব্য কল্যাণের ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই' ,'কিন্তু মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী', অভিষেককে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । 'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়' । ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কল্যাণের । সময়ের নিয়মে মমতার পর মুখ্যমন্ত্রী হবে অভিষেকই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল

আরও খবর...

ABP Ananda Live: ফের মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন। উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ, মিঠুনের বিরুদ্ধে ডেপুটেশন স্থানীয়দের। ২৭ অক্টোবর: সল্টলেকে EZCC-তে অমিত শাহের অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ। গতকাল বিধাননগর দক্ষিণ থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। FIR করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের।

 পরপর ২দিন। ফের পিছোল আর জি কর-শুনানি। আজ মামলা শুনবেন, দেখবেন CBI-এর স্টেটাস রিপোর্ট। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা CBI-এর। কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? জানানোর কথা রাজ্য সরকারের। আগের শুনানিতেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কোন আইনে পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? কী পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়? সিভিক ভলান্টিয়ার নিয়োগের যোগ্যতামান কী? সিভিক ভলান্টিয়ারদের পূর্ব অপরাধের কোনও ইতিহাস যাচাই করা হয় কি না বা কী পদ্ধতিতে যাচাই করা হয়, কোন কোন প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? সিভিক ভলান্টিয়ারদের বেতন কী ভাবে দেওয়া হয় ও তার জন্য কত অর্থ বরাদ্দ করা হয়? এছাড়াও সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, এটা একটা সুন্দর ব্যবস্থা, যেখানে রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram