WB News: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু
ABP Ananda Live: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু। 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ'। 'একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম'। 'শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী'। প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে ট্যুইট শুভেন্দু অধিকারীর ।
আরও খবর, হাড়োয়া উপনির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে যে ভাষায় আক্রমণ করেছেন এবং আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয় । একটা খেটে খাওয়া মহিলাকে প্রার্থী করেছিলেন মোদিজী, কিন্তু তাঁদের সহ্য হয় না তাঁরা বারেবারে আক্রমণ করে।' ফিরহাদ কে কটাক্ষ করে মন্তব্য বিজেপি নেত্রী রেখা পাত্রের।