Kalyan Chaubey: ভুয়ো ভোটার থেকে সন্ত্রাসের অভিযোগ, মানিকতলার একাধিক বুথে পুনর্নিবাচন চান কল্যাণ
ABP Ananda LIVE: ভুয়ো ভোটার থেকে সন্ত্রাসের অভিযোগ। হার মেনে মানিকতলার একাধিক বুথে পুনর্নিবাচন চান কল্যাণ। হাল ছাড়লেন কল্যাণ
উপনির্বাচনে মানিকতলায় তুলকালাম। কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের দফায় দফায় বিক্ষোভ। কাঁকুড়গাছিতে ভুয়ো ভোটার ধরতে তাড়া বিজেপি প্রার্থীর। মানিকতলায় বুথের কাছে যেতেই কল্যাণ চৌবেকে ঘিরে উত্তেজনা। কল্যাণ চৌবেকে ঘিরে রেখে স্লোগান তৃণমূল কর্মীদের। গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের। বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই পিছনে ধাওয়া। হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া তৃণমূল কর্মীদের।
শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডে! আগে বিজেপি করায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার তাই তৃণমূলকে ভোট দিয়ে ভিডিওগ্রাফি করে তৃণমূল নেতাকে দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করলেন রায়গঞ্জের এক ভোটার। যদিও জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, তিনি কাউকে দলের প্রতি আনুগত্য দেখাতে প্রমাণ দিতে বলেননি। যদিও বুথের মধ্যে কীভাবে মোবাইল ফোন নিয়ে ঢুকলেন ওই ভোটার, তা নিয়ে উঠছে প্রশ্ন।