Kanchanjunga Express: বারবার কীভাবে এক লাইনে দুটো ট্রেন? কেন অতীত থেকে কোনও শিক্ষা নিচ্ছে না রেল?
উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার ছবি অনেকটাই মিলে যাচ্ছে গত বছর এই জুন মাসেই, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুহূর্তের সঙ্গে। সেখানে, লাইনচ্য়ুত হয়ে যায় বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটি কামরা। প্রচণ্ড গতিতে এসে সেই লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনেই ধাক্কা মেরেছিল শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! কিন্তু, প্রশ্ন উঠছে, বারবার কীভাবে এক লাইনে চলে আসছে দুটো ট্রেন? কেন অতীত থেকে কোনও শিক্ষা নিচ্ছে না রেল?
Tags :
Kanchanjungha Express Kanchanjungha Train Accident News Kanchenjunga Express Accident Kanchanjungha Express Train Accident Kanchanjunga Express Train Accident