Kanchanjunga Express: রেল দুর্ঘটনায় প্রশ্নে যাত্রী সুরক্ষা, 'সেফটি ভালভ' মিলবে কবে? ABP Ananda Live
Continues below advertisement
যখনই কোনও ট্রেন দুর্ঘটনা হয়, তখনই আলোচনায় আসে অ্য়ান্টি কলিশন ডিভাইস বা 'কবচ' প্রযুক্তির প্রসঙ্গ। কেন্দ্রীয় সরকারের তরফে বারবার এই প্রকল্প নিয়ে প্রচার করা হলেও, বাস্তবে কিন্তু এখনও পর্যন্ত দেশের দু-শতাংশের একটু বেশি অংশে এই প্রযুক্তি ব্য়বহার করা গেছে। পশ্চিমবঙ্গের কোনও জায়গায় এখনও এই প্রযুক্তির ব্য়বহারই শুরু হয়নি। হাওড়া-দিল্লি রুট রয়েছে পরিকল্পনার স্তরে।
Continues below advertisement
Tags :
Kanchanjungha Express Kanchanjungha Train Accident News Kanchenjunga Express Accident Kanchanjungha Express Train Accident Kanchanjunga Express Train Accident