Train Accident: কার ভুলে চলে গেল এতগুলো প্রাণ? রাঙাপানি স্টেশনের কন্ট্রোল ইউনিটে এবিপি আনন্দ
উত্তরবঙ্গের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল প্রথম থেকেই বারবার মালগাড়ির চালককে দায়ী করছে। কিন্তু সত্য়িই কি মানুষের ভুল, নাকি প্রযুক্তিগত ত্রুটি নাকি রেলের একাধিক পরিকাঠামোগত গাফিলতির কারণে ঘটল এই দুর্ঘটনা? উত্তরের খোঁজে, রাঙাপানি স্টেশনের কন্ট্রোল ইউনিটে পৌঁছল এবিপি আনন্দ।
Tags :
Kanchanjungha Express Kanchanjungha Train Accident News Kanchenjunga Express Accident Kanchanjungha Express Train Accident Kanchanjunga Express Train Accident