Kanchanjunga Express: 'স্পিড থাকলে সুরক্ষার দিকে অবশ্যই নজর দিতে হবে' মন্তব্য রেলের প্রাক্তন ডিজির
Continues below advertisement
'দূরপাল্লার ট্রেন হওয়ায় হয়তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কবচ লাগানো ছিল', ধারণা রেলের প্রাক্তন ডিজির। কবচ লাগানো থাকলে কাছের রেলওয়ে স্টেশনে সিগনাল যাওয়ার কথা। সিগনাল দিয়েছিল কিনা সেটা তদন্তের পর জানা যাবে। রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি-র অনেক পদ খালি। এখন মনে করা হচ্ছে উন্নততর সিস্টেম বসিয়ে আর ওই শূন্য পদগুলিতে লোক নেওয়া হবে না। সেটারই হয়তো ফল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। স্পিড থাকলে সুরক্ষার দিকে অবশ্যই নজর দিতে হবে। এখন পূর্ণ সময়ের জন্য একজন রেলমন্ত্রী প্রয়োজন', দাবি রেলের প্রাক্তন ডিজি অধীর শর্মার।
Continues below advertisement
Tags :
Kanchanjungha Express Kanchanjungha Train Accident News Kanchenjunga Express Accident Kanchanjungha Express Train Accident Kanchanjunga Express Train Accident