Kanchenjunga Train Accident: ধাক্কার অভিঘাতে আসন থেকে ছিটকে পড়েন যাত্রীরা! তারপর? ABP Ananda Live

Continues below advertisement

দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছনের দিকের কামরা বেলাইন। অন্য যে কামরাগুলি রয়েছে, সেটা বেলাইন না হলে প্রবল ধাক্কায় বেসামাল সকলেই। বেশ কয়েকবার ব্রেক দিয়েছে ট্রেন। ধাক্কার অভিঘাতে আসন থেকে পড়ে গিয়েছিলেন অনেকে। আঘাত  লেগেছে এক গর্ভবতী মহিলারও। পরে ট্রেন থেকে নেমে বীভৎস পরিস্থিতি দেখেন তাঁরা।

ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির (Kanchanjungha Train Accident Live) ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ৬০ জন, খবর পিটিআই সূত্রে। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram