Kanchanjunga Train Accident: মর্মান্তিক রেল দুর্ঘটনা! যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। ABP Ananda Live

Continues below advertisement

একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায় (Kanchenjunga Express Train Accident)। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার, এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও রেলের পার্সেল ভ্যানের কর্মী শঙ্করমোহন দাস। ঘটনাস্থলে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। 

আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল ৮টা ৫৫-য় জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সিগন্যাল না মেলায় দুর্ঘটনার সময় অত্যন্ত ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেইসময় ট্রেনের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা এবং মালগাড়ির কয়েকটি কন্টেনার লাইনচ্যুত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে। আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram