Kasba Incident : ফের কসবায় নির্যাতনের অভিযোগ, সিনেমার টোপে উঠতি মডেলের উপর অত্যাচার !

ABP Ananda LIVE : ফের কলকাতায় নির্যাতনের অভিযোগ। সিনেমার টোপে কসবায় উঠতি মডেলের উপর অত্যাচারের অভিযোগ। পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে নালিশ। তদন্তে পুলিশ।

আরও খবর...

সারদা কেলেঙ্কারির তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, ১২ বছর ধরে চলছিল টানাপোড়েন

সারদা দুর্নীতির তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কোটি কোটি টাকার চিটফান্ড সংক্রান্ত তিনটি মামলা থেকে ১২ বছর পর মুক্তি পেলেন তাঁরা। ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা)-এ অভিযুক্ত ছিলেন। তবে তিনটি মামলায় জামিন পেলেও, এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সারদা কর্তা। (Saradha Scam Case)।

২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সুদীপ্ত ও দেবযানী। এই প্রথম কোনও মামলায় একেবারে বেকসুর খালাস হলেন দু'জন। মঙ্গলবার কলকাতার ব্য়াঙ্কশাল কোর্ট তাঁদের বেকসুর খালাস করল। এদিন সশরীরে আদালতে হাজিরা দেন সুদীপ্ত ও দেবযানী। তবে তিনটি মামলায় জামিন পেলেও, এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তাঁরা। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত। দেবযানী রয়েছেন দমদম জেলে। (Sudipto Sen)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola