Kasba Incident : ফের কসবায় নির্যাতনের অভিযোগ, সিনেমার টোপে উঠতি মডেলের উপর অত্যাচার !
ABP Ananda LIVE : ফের কলকাতায় নির্যাতনের অভিযোগ। সিনেমার টোপে কসবায় উঠতি মডেলের উপর অত্যাচারের অভিযোগ। পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে নালিশ। তদন্তে পুলিশ।
আরও খবর...
সারদা কেলেঙ্কারির তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, ১২ বছর ধরে চলছিল টানাপোড়েন
সারদা দুর্নীতির তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কোটি কোটি টাকার চিটফান্ড সংক্রান্ত তিনটি মামলা থেকে ১২ বছর পর মুক্তি পেলেন তাঁরা। ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা)-এ অভিযুক্ত ছিলেন। তবে তিনটি মামলায় জামিন পেলেও, এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সারদা কর্তা। (Saradha Scam Case)।
২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সুদীপ্ত ও দেবযানী। এই প্রথম কোনও মামলায় একেবারে বেকসুর খালাস হলেন দু'জন। মঙ্গলবার কলকাতার ব্য়াঙ্কশাল কোর্ট তাঁদের বেকসুর খালাস করল। এদিন সশরীরে আদালতে হাজিরা দেন সুদীপ্ত ও দেবযানী। তবে তিনটি মামলায় জামিন পেলেও, এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তাঁরা। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত। দেবযানী রয়েছেন দমদম জেলে। (Sudipto Sen)।