Amartya Sen: ‘বিশ্ববরেণ্য অমর্ত্যকে হেনস্থা, ভারতের লজ্জা’, বিশ্বভারতীর নিন্দা বিশিষ্ট অর্থনীতিবিদের
Continues below advertisement
Amartya Sen: নাম রেখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম, বেড়ে ওঠা সবকিছুই কবিগুরুর ছত্রছায়ায়। সেই অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গেই সংঘাত বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva Bharati)। পৈতৃক বাড়ি 'প্রতীচী'র জমির কিছু অংশ ঘিরে বিতর্ক। তাতে বাগযুদ্ধ এসে পৌঁছেছে আইনি লড়াইয়ে। গোটা ঘটনায় এ বার মুখ খুললেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু (Kaushik Basu)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্যর পাশেই দাঁড়ালেন তিনি। বিশ্বভারতী কর্তৃপক্ষের তীব্র নিন্দা করলেন তিনি।
Continues below advertisement