RG Kar Protest: 'যাঁরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, প্রমাণ বিকৃত করেছেন, তাঁদের শাস্তি ধর্ষকের সমতুল্য' : কৌশিক গাঙ্গুলি

Continues below advertisement

'যাঁরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, প্রমাণ বিকৃত করেছেন, তাঁদের শাস্তি ধর্ষকের সমতুল্য।' আরজি কর কাণ্ডে মন্তব্য পরিচালক কৌশিক গাঙ্গুলির।

সোমবার, সুপ্রিম-শুনানির আগে বিচার চেয়ে পথে মানুষ। যাদবপুরে সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে আওয়াজ তুললেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনুপম রায়রা। এত প্রতিবাদ, আন্দোলন দেখে গর্বিত কৌশিক। তিনি সুপ্রিম কোর্টের কাছে একদিকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন, তেমনই ন্য়ায়বিচারের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাওয়া সাধারণ মানুষের কাছে একটু ধৈর্য্য ধরারও আর্জি জানালেন।

কৌশিক বলেন, 'আমি সকলকে একটু ধৈর্য্য ধরতে বলব। তথ্যপ্রমাণ লোপাটের যে চেষ্টা হয়েছে, এটা আমি বলছি না,যাদের বোধ আছে, তারা সকলেই জানেন। তাই বিচার পেতে সময় লাগবে। কাসভের ফাঁসি হতে পাঁচ বছর সময় লেগেছিল। তাই ধৈর্য্য তো একটু ধরতেই হবে। তবে হ্যাঁ, যতদ্রুত সম্ভব তদন্তের গতি বাড়িয়ে শাস্তি দিতেই হবে। সুপ্রিম কোর্টের দায়িত্ব একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে এই শাস্তি উদাহরণ তৈরি করে। ন্যায়বিচার চান না, এমন কোনও রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় না। কিন্তু যারা এই ঘটনাকে প্রশয় দিয়েছে, তথ্য লোপাটের চেষ্টা করেছে, তারাও ধর্ষকদের মতোই সমান দোষী। তারাও শাস্তি না পাওয়া পর্যন্ত মানুষের এই যন্ত্রণা কমবে না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram