DA Protest : নবান্নের সামনে ডিএ ধর্নামঞ্চে উপস্থিত হয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন কৌস্তভ বাগচী। ABP Ananda Live

Continues below advertisement

Nabanna: ডিএ (DA) চেয়ে নবান্নের (Nabanna) দুয়ারে আন্দোলনকারীরা। ধর্নার শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা। সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় পুলিশের সঙ্গে তুমুল বচসা। ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না বসতে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসার পর দুপুর ৩টে নাগাদ কোর্ট নির্দেশিত জায়গায় ধর্না শুরু। আন্দোলনকারীদের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদশর্নেও বাধাদানের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নবান্নের সামনে ডিএ ধর্নামঞ্চে গেলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikasranjan Bhattachariya), কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram