West Bengal Flood Situation: DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল, নতুন করে ঢুকছে জল। ABP Ananda Live

Continues below advertisement

DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই খানাকুলের ২০টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পান শিউলি, জগৎপুর, রাজহাটি ১ ও ২, পলাশপাই ১ ও ২, ধান্যঘোড়ি, শাবলসিংহপুর-সহ একাধিক পঞ্চায়েত এলাকা। জল ঢুকেছে একাধিক স্কুলে। পঞ্চায়েত অফিসও জলমগ্ন। খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। গ্রামের রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। ফলে অনেক জায়গাতেই সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। অনেক জায়গায় মানুষ জলবন্দি হয়ে পড়েছেন।

পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। পাঁশকুড়ার পর উদয়নারাণপুরের বন্যা পরিস্থিতি দেখতে গেলেন মমতা। বন্যা পরিস্থিতির জন্য ফের কেন্দ্র ও DVC-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। 'DVC-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব, বারবার অন্য রাজ্যের ছাড়া জলে রাজ্য প্লাবিত, কখনও ঝাড়খণ্ড, বিহার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গ প্লাবিত, কেন্দ্র উদাসীন, রাজ্যকে বিপদে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে', বন্যাদুর্গত পাঁশকুড়া ও উদয়নারায়ণপুরে গিয়ে কেন্দ্র ও DVC-কে দুষলেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram