Kharagpur: মদের দাম মেটানো নিয়ে বচসা, নিজেরই ছোড়া বোমা ফেটে জখম দুষ্কৃতী ।Bangla News
Continues below advertisement
মদের দাম মেটানো নিয়ে বচসার জেরে নিজেরই ছোড়া বোমা ফেটে জখম দুষ্কৃতী। যদিও পুলিশের দাবি, বোমা নয়, বাজি ফেটেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘোলগেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মদ কেনা নিয়ে গতকাল দোকান মালিকের সঙ্গে বচসা বাধে তুলসী মহাপাত্র নামে ওই দুষ্কৃতীর। অভিযোগ, বিবাদ চলাকালীন আচমকাই ব্যাগ থেকে বোমা বের করে ছোড়ে ওই দুষ্কৃতী। সেইসময় হাত ফস্কে দুষ্কতীর পায়ের কাছেই বোমা ফেটে যায়। জখম দুষ্কৃতী খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
Continues below advertisement
Tags :
Kharagpur ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bomb Blast এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ