TMC Inner Clash :তৃণমূল বনাম তৃণমূলে পঞ্চায়েত প্রধানের মুখে কালি! প্রধানের চুলের মুঠি ধরে মার!

Continues below advertisement

ABP Ananda Live: খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে মার! পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ আক্রান্ত প্রধানের। দলেরই পঞ্চায়েত প্রধানের উপর মহিলা তৃণমূল কর্মীদের হামলা। তৃণমূল বনাম তৃণমূলে পঞ্চায়েত প্রধানের মুখে কালি!

 

ঘোষণা হল নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। নোবেল কমিটি জানাল, এবার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন,  মারিয়া করিনা মাচাদো । ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তাঁকে পুরস্কৃত করা হল।  

শুক্রবার অসলোতে ঘোষণা করা হল মারিয়ার নাম।  এ বছর কমিটির ভাবনায় ছিল ৩৩৮টি নাম।   যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা। তার মধ্যে কমিটি বেছে নিল মারিয়া করিনা মাচাদোকে। নোবেল কমিটি ঘোষণায় জানিয়েছে,গণতন্ত্রের জন্য মারিয়ার অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয়, বরং সারা বিশ্বের  গণতন্ত্রকামী জনগণের কাছে অনুপ্রেরণা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola