Kharagpur: কলকাতার ধাঁচে এবার খড়গপুরে তৈরি হল মহিলা পুলিশের উইনার্স টিম। Bangla News

Continues below advertisement

চুরি, ছিনতাই, ইভটিজিং রুখতে কলকাতার ধাঁচে এবার খড়গপুরে তৈরি হল মহিলা পুলিশের উইনার্স টিম। খড়গপুর টাউন থানার উদ্যোগে তৈরি এই টিমে রয়েছেন ১৬ জন মহিলা পুলিশ কর্মী। সন্ধে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খড়গপুর শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে উইনার্স টিম। সম্প্রতি খড়গপুর শহরে চুরি, ছিনতাই, ইভটিজিংয়ের ঘটনা বেড়েছে। পথচলতি মহিলাদের হার, মোবাইল ফোন ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধ রুখতেই মহিলা পুলিশের উইনার্স টিম গঠনের সিদ্ধান্ত বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram