Khardah Murder: গঙ্গাপাড়ে একা দেখলেই খুনের পরিকল্পনা! খড়দায় খোঁজ 'সাইকো কিলার'-এর | Bangla News

Continues below advertisement

গঙ্গাপাড়ে (Ganga) কাউকে একা দেখলেই শুরু হত খুনের (Murder) পরিকল্পনা, দুটো খুন এভাবেই করেছে বলে দাবি অভিযুক্তের। দ্বিতীয় খুনের সূত্র ধরেই এবার খড়দায় মিলল 'সাইকো কিলার'-এর (Psycho Killer) খোঁজ। গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পানিহাটির (Panihati) গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে খুন করা হয় এক যুবককে। তদন্তে নেমে খড়দা (Khardah) থেকে গ্রেফতার করা হয় বিপ্লব দাস নামে বছর ২২-র এক যুবককে। জেরায় অভিযুক্তের দাবি, কিছুদিন আগেই মধ্যমগ্রামের (Madhyamgram) এক যুককেও এভাবেই খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয় সে। গঙ্গার পাড়ে কাউকে একা দেখলেই এই পরিকল্পনা মাথায় আসত তার, জেরায় দাবি অভিযুক্তের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram