Khoborer 7-5 : গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে ফের সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই
সিউড়ির সমবায় ব্যাঙ্কে শয়ে শয়ে 'বেনামি' অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই । গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে ফের সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই। ১৭৭টির পরে সমবায় ব্যাঙ্কে আরও ১৫৩টি 'বেনামি' অ্যাকাউন্টের হদিশ। 'কেন, কী উদ্দেশ্যে ৩৩০টি বেনামি অ্যাকাউন্ট? টাকা যেত কাদের কাছে?' 'গরুপাচারের কালো টাকা সাদা করতেই শয়ে শয়ে বেনামি অ্যাকাউন্ট'। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ম্যারাথন তল্লাশি চালিয়ে নথি উদ্ধারের দাবি সিবিআই। বেনামি অ্যাকাউন্টে 'কালো-সাদা'!