Khoborer Sat Panch : 'নানা হাত ঘুরে কেষ্টর অ্যাকাউন্টে জমা হত গরুপাচারের টাকা'
কালো টাকা সাদা করতে একের পর এক অভিনব ছক অনুব্রতর ! 'নানা হাত ঘুরে কেষ্টর অ্যাকাউন্টে জমা হত গরুপাচারের টাকা'। 'ব্যবহৃত হয়েছে সব্জি বিক্রেতা থেকে কাউন্সিলর, স্কুল শিক্ষক থেকে তৃণমূল কর্মীর অ্যাকাউন্ট'। 'সায়গলকে দিয়ে মোটা টাকা কমিশন তুলতেন অনুব্রত'। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তৃণমূল কর্মী ও রাইস মিলের মালিক রাজীব বন্দ্যোপাধ্যায়, দাবি ইডির।