Khuti Puja at Rath Yatra: রথের রশিতে টান পড়তেই উমার আবাহনের সূচনা, কলকাতার একাধিক দুর্গোত্‍সবের খুঁটিপুজো

Continues below advertisement

রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই উমার আবাহনের সূচনা। খুঁটিপুজো হয়ে গেল কলকাতার বেশ কিছু বড় দুর্গোত্‍সবের।    

নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো এবার পা দিল ৩৮ বছরে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত নাকতলা। রীতি মেনে রথের দিন হল খুঁটিপুজো। বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে এবারের পুজোর থিম কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আনা হবে বলে জানালেন উদ্যোক্তারা। 

গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাবের পুজো এবার ৬০ বছরে পা দিল। ক্লাবের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ খুঁটিপুজো হল। গামছা দিয়ে তৈরি করা হয় প্রতীকী রথ।  উদ্যোক্তারা জানালেন, এবারের পুজোর থিম দ্বেষ নয়, মনে দেশ। গত ৮ বছর ধরে এই পুজোর দায়িত্বে রয়েছেন পাড়ার মহিলারা।  

দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবছর ৫০ বছরে পা দিল। আজ রথের দিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। প্রকাশ করা হল পুজোর থিম। উদ্যোক্তারা জানালেন, ভ্যাটিক্যান সিটির আদলে তৈরি হবে মণ্ডপ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram