KMC Food Inspection : পুজোয় ভেজাল খাবারের রমরমা রুখতে মাঠে নেমেছে কলকাতা পুরসভা
Continues below advertisement
পুজোয় ( Durga Puja 2023 ) ভেজাল খাবারের রমরমা রুখতে তৎপর কলকাতা পুরসভা ( KMC ) । উত্তর কলকাতার হেদুয়া থেকে হাতিবাগান পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা দিলেন পুরসভার খাদ্য় নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের আধিকারিকরা। শস ও পাউরুটির গুড়োর মান খারাপ হওয়ায় ফুটপাতের অস্থায়ী দোকানদারদের সতর্ক করলেন তাঁরা।
Continues below advertisement