KMC Election Result 2021: 'পরিবারতন্ত্র আবার জিতল', ছেলের সঙ্গে নিজের জয়লাভ নিয়ে তারক সিংহ | Bangla News

Continues below advertisement

কলকাতা পুরসভার ১১৮ নং ওয়ার্ডে জয়ী তারক সিংহ (Tarak Sinha)। তিনি এবং তাঁর ছেলে দুজনেই জয়লাভ করেছেন। জয়ের পর তারক সিংহ (Tarak Sinha) বলেন, "নতুন প্রার্থী কাকলি বাগ জিতেছেন, ও ভালো কাজ করবে। আমরা তো জেতাই ছিলাম, আবার জিতলাম। পরিবারতন্ত্র আবার জিতল।" জয়ের পর বাবা তারক সিংহকে প্রণাম করেন ছেলে অমিত সিংহ। তিনিও ১১৭ নং ওয়ার্ডে জয়লাভ করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram