KMC Election 2021: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল স্ট্রংরুম। Bangla News

Continues below advertisement

রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। সকাল ৮টা থেকে ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রতিটি গণনাকেন্দ্রেই থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির যুব মোর্চার মিছিল। মুরলীধর সেন লেন ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুখে, পুলিশ মিছিল আটকালে উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। একই ইস্যুতে পথে নামল বাম-কংগ্রেসও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে পুলিশ মিছিল আটকালে, বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। রাজভবনে স্মারকলিপি জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় বামেরাও। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

বাঁকুড়ার কোতুলপুরে আত্মঘাতী কৃষকের বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতাকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের একাংশের। যা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের এক বছর পার। কাঁথিতে অধিকারী গড়ে উচ্ছ্বাস দিবস পালন করল বঙ্গের শাসক দল। এই প্রসঙ্গে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। যা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram