Ayan Sil: রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভায় অন্তত ৫০০০ চাকরি বিক্রির অভিযোগ
২০১২ এবং ২০১৪-র TET-এ বহু অযোগ্য প্রার্থীকে পাস করিয়ে দিয়ে, প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল (Ayan Sil)। মঙ্গলবার আদালতে রিমান্ড লেটারে এই দাবি করল ইডি (Enforcement Directorate)। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) গোটা পরিবারকে নিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ (Foreign Trip) করেছেন বলেও আদালতে দাবি করেন ইডির আইনজীবী।
এ যেন গোলকধাঁধা ! একের পর এক গ্রেফতারি। আর তারই সঙ্গে জটিল সম্পর্কের উদঘাটন ! কার সঙ্গে সঙ্গে কে জড়িয়ে তা বুঝে ওঠা দায় ! পার্থ-কুন্তল-শান্তনু-মানিক-অয়ন... নিয়োগ দুর্নীতিতে সব যেন মিলে মিশে এক।
২০১৪-র পর এবার ED-র স্ক্যানারে ২০১২-র TET-ও। মঙ্গলবার মানিক ভট্টাচার্য ও তাঁর স্ত্রী ও ছেলেকে আদালতে পেশ করে রিমান্ড লেটারে ED-র তরফে দাবি করা হয়েছে, ধৃত কুন্তল ঘোষের বয়ান থেকে জানা গেছে যে, ২০১২ এবং ২০১৪-র TET-এ বহু অযোগ্য প্রার্থীকে পাস করিয়ে দিয়ে, তাঁদের থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল।