Kolaghat Bomb Incident: কোলাঘাটে বিস্ফোরণের ঘটনায় এবার ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল | ABP Ananda LIVE
ABP Ananda Live: কোলাঘাটে বিস্ফোরণের(kolaghat bomb blast incident) ঘটনায় এবার ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল। ঘটনাস্থল ঘুরে দেখার পর নমুনা সংগ্রহ করেন তাঁরা। অন্য়দিকে, ঘটনার চারদিন পরও আশে পাশের একাধিক বাড়িতে এখনও ঝুলছে তালা। রবিবার কোলাঘাটের পয়াগ গ্রামে, বেআইনি বাজি বিস্ফোরণে ভেঙে পড়েছিল দোতলা বাড়ি। চারদিন পর, বৃহস্পতিবার ঘটনাস্থলে এল ৩ সদস্য়ের ফরেন্সিক দল। ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করল তারা।
রবিবার, কোলাঘাটের পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে মজুত থাকা বাজিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভেঙে পড়ে দু'তলা বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের একাধিক বাড়িও। এই ঘটনায়, মঙ্গলবারই বাড়ির মালিক আনন্দ মাইতিকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কোলাঘাটে মজুত বাজিতে বিস্ফোরণ অব্য়াহত রাজনৈতিক টানাপোড়েন। কোলাঘাটের এই বিস্ফোরণের ঘটনার পর আশে পাশের একাধিক বাড়িতে এখনও ঝুলছে তালা।