Kolkata Airport: ফের বোমাতঙ্ক, কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: সন্ধে ৬ থেকে বন্ধ কলকাতা বিমানবন্দর, তার আগে ফের বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি। কলকাতা বিমানবন্দরে ৭টি বিমানের জরুরি অবতরণ। এই নিয়ে ৪ দিন কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক।

উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রশাসন। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সবচেয়ে দামী হচ্ছে মানুষের জীবন। তাই জীবন রক্ষা করতে হবে। স্কুল এই কারণে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।  নবান্নে আমি রাতে থাকব। ডিজাস্টার ম্যানেজেমন্ট রাতে থাকবে। পুলিশ যেখানে খালি করতে বলছেন, সেখানে দয়া করে একটা রাতের জন্য মান্যতা দিন। যতক্ষণ আবহাওয়া ক্লিয়ার না হবে, জলে নামা বারণ, সমুদ্র মাছ তুলতে যাওয়া বারণ করা আছে। সরকারি নির্দেশিকা মেনে চলবেন।'' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram