Kolkata News: চক্রবেড়িয়া রোডের আবাসনে বাইরে থেকে হামলা, পরপর ছোড়া হল কাচের বোতল

Continues below advertisement

চক্রবেড়িয়া রোডে ইন্দ্রপ্রস্থ আবাসনে আচমকা বাইরে থেকে হামলা। বাইকে এসে আবাসনের ভিতর ছোড়া হয় পরপর কাচের বোতল। রাত একটার সময় বাইকে তিনজন এসে কাচের বোতল ছোড়ে। আবাসনের মেন গেট বন্ধ থাকলেও বাইরে থেকে ছোড়া হল বোতল। ঘটনার সময় পালিয়ে যায় নিরাপত্তারক্ষী, চরম আতঙ্কে বাসিন্দারা, মুখ খুলতে নারাজ।

লোকসভা ভোটে কলকাতা উত্তরে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে অটো-বাইক নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের। ডিজে বাজিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের, খেলা হবে স্লোগান। পরপর তিনটি বহুতলে কয়েকশো বাইক ও অটো নিয়ে মিছিল। সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইট বহুতলে বৃহস্পতিবার বিকেলে মিছিল।

ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 'পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে'। 'কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত'। 'জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ।' 'কাঠিবাজি তো হয়েছেই।' 'আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল।' 'কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে।' 'পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না।' 'নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি'। 'কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন'। 'সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে'। ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল দিলীপের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram